ঢাকা বুধবার, ৯ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২


যে কোনো সংস্থা নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে: তথ্যমন্ত্রী


২৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:৪৬

নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। এই নির্বাচন ইলেকশন মনিটরিং ফোরামসহ আন্তর্জাতিক যে কোনো সংস্থা চাইলে নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে। এমনটাই জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে মিন্টো রোডে ইলেকশন মনিটরিং ফোরামের সাথে সাক্ষাতে এসব কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপিকে নির্বাচন ভীতি পেয়ে বসেছে। তারপরও আশা করি তারা নির্বাচনে অংশগ্রহণ করবে।

এ সময় একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে দলটি সহায়তা করবে বলেও প্রত্যাশা করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে এবং মানুষের বিপুল অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন দেখতে চাই। সকল সংসদীয় গণতন্ত্রের দেশে যেভাবে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়, আমাদের দেশেও ঠিক সেভাবেই হবে।

আইকে