ঢাকা বুধবার, ৯ই জুলাই ২০২৫, ২৫শে আষাঢ় ১৪৩২


নন-ক্যাডার সহকারী সচিব হলেন ৯ কর্মকর্তা


২৫ ফেব্রুয়ারি ২০২৩ ০২:৫৯

নন-ক্যাডার কোটায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নয়জন প্রশাসনিক কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তাকে সহকারী সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে অর্থ বিভাগের মোহাম্মদ খাদেমুর রহমান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মো. মহিতুল হক সহকারী সচিব হয়েছেন।

ব্যক্তিগত কর্মকর্তাদের মধ্যে রাষ্ট্রপতির কার্যালয়ের জন্য বিভাগের মো. মনিরুজ্জামান, মোহাম্মদ মনির হোসেন, মো. সাইফুল ইসলাম, মো. আবুল কাশেম ও মোহাম্মদ ছানোয়ার হোসেন সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন।

এছাড়া সহকারী সচিব হয়েছেন- মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম মিলন।

আইকে