সরকার সব ধর্মের সহাবস্থান নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ: স্থানীয় সরকার মন্ত্রী

দেশে সব ধর্মের সহাবস্থান নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম।
তিনি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে কোনো ধর্মীয় বৈষম্য থাকার সুযোগ নেই।
বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উদ্যোগে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে অনুষ্ঠিত অতীশ দীপঙ্কর, বিশুদ্ধানন্দ ও শুদ্ধানন্দ শান্তি স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।
এ সময় তিনি ধর্মীয় সুযোগ সন্ধানীরা যাতে ধর্মকে ব্যবহার করে মানুষকে ভুল পথে পরিচালিত করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ধর্মীয় বিভাজন মুক্ত সোনার বাংলা গড়ার জন্য সংগ্রাম করেছেন। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সব বৈষম্য দূর করার জন্য অবিরাম কাজ করে যাচ্ছেন।
এ সময় নব পণ্ডিত বিহার, কাতালগঞ্জ, চট্টগ্রামের উন্নয়নের জন্য দুই কোটি টাকা অনুদানের ঘোষণা দেন স্থানীয় সরকার মন্ত্রী।
অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুসহ বৌদ্ধ ধর্মের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আইকে