ঢাকা বুধবার, ৯ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২


মনুস্কোতে বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু


২৫ ফেব্রুয়ারি ২০২৩ ০২:৩০

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মনুস্কো, কঙ্গো প্রজাতন্ত্রে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষী সার্জেন্ট মো. মামুনুর রশিদ মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ১২টা ৩৬ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

মামুনুর রশিদের গ্রামের বাড়ি জামালপুরের সরিষাবাড়ী থানায়। তার মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে আনার কাজ চলছে বলেও জানানো হয়।

তিনি গত বছরের ১১ অক্টোবর বাংলাদেশ ইঞ্জিনিয়ার কন্টিনজেন্ট এর সদস্য হিসেবে কঙ্গো গিয়েছিলেন।

উল্লেখ্য, এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত থাকাকালীন ১৩১ জন বাংলাদেশি সেনাসদস্য শাহাদাত বরণ করেন এবং ২৩২ জন সেনা সদস্য আহত হন।

আইকে