ঢাকা বুধবার, ৯ই জুলাই ২০২৫, ২৫শে আষাঢ় ১৪৩২


ঢাকায় এসেছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী


২৫ ফেব্রুয়ারি ২০২৩ ০২:২৪

কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী হারজিত এস. সাজ্জান পাঁচদিনের সফরে বাংলাদেশে এসেছেন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রীর সফর বাংলাদেশ-কানাডার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি এবং রোহিঙ্গা সমস্যা নিরসনে কানাডার সক্রিয়তাসহ দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখবে।

তিনি রোহিঙ্গা ক্যাম্প সফর করবেন। সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে ঢাকা এবং কক্সবাজারে মতবিনিময় করবেন। এ ছাড়া কানাডার আর্থিক সাহায্যে পরিচালিত কয়েকটি প্রকল্পও পরিদর্শন করবেন। তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ২৭ ফেব্রুয়ারি বৈঠক করবেন।

আইকে