ঢাকা বুধবার, ৯ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২


বইমেলায় বোমা হামলার হুমকি, থানায় জিডি


২৫ ফেব্রুয়ারি ২০২৩ ০২:২১

অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালককে চিঠি দিয়েছে আনসার আল ইসলাম নামের নিষিদ্ধ জঙ্গি সংগঠন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সাড়ে এগারোটায় মাওলানা মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে অমর একুশে বই মেলায় হামলার হুমকি দেওয়া হয়।

পরে এদিন বিকেলে এ বিষয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

বাংলা একাডেমির মহাপরিচালককে উদ্দেশ্য করে লেখা চিঠিতে নিজেদের নিষিদ্ধ ঘোষিত ইসলামী দলের সদস্য বলে পরিচয় দেওয়া হয়।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের পক্ষ থেকে একাডেমির মহাপরিচালককে চিঠি দিয়ে বলেছে, রাজধানীর দুটি হোটেলে অসামাজিক কার্যকলাপ চলে। এগুলো বন্ধ না হলে অমর একুশে বইমেলায় বোমা হামলা চালাব। এ ঘটনায় বাংলা একাডেমি কর্তৃপক্ষ একটি জিডি করেছে। আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি।’

আইকে