লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ভবন উদ্বোধন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন, এম.পি. যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের নিজস্ব চ্যান্সেরি ভবন উদ্বোধন করেছেন।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
এ সময় লস অ্যাঞ্জেলের বাংলাদেশ কম্যুনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামাজিক অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরেন।
পররাষ্ট্রমন্ত্রী কনস্যুলার কার্যক্রম ও কনস্যুলেট ভবন পরিদর্শন করেন। এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
একই দিনে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় বর্তমান সরকার বিনিয়োগ বান্ধব যে পরিবেশ নিশ্চিত করেছে, তার সুবিধা নিয়ে বাংলাদেশে আরও বিনিয়োগ করতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের প্রতি আহ্বানও জানান পররাষ্ট্রমন্ত্রী।
আইকে