জনসভায় যোগ দিতে গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

জনসভায় যোগ দিতে আগামীকাল শনিবার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার কোটালীপাড়ার টিটি (তালিমপুর তেলিহাটি) হাইস্কুল মাঠের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেয়ার কথা রয়েছে। এ সময় তিনি ৪২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ০৬টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন বলে গোপালগঞ্জ জেলা প্রশাসন সূত্র জানিয়েছে।
পরে বিকেলে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।
এদিকে প্রধানমন্ত্রীর জনসমাবেশকে কেন্দ্র করে মঞ্চ তৈরির কাজ সম্পন্ন করা হয়েছে।
এছাড়াও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কোটালীপাড়ার মানুষের মধ্যে আনন্দ উৎসব চলছে।
কোটালীপাড়ার জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলে আশা করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আইকে