ভাষা দিবসে শহীদ মিনারে ডা. জাফরুল্লাহর শ্রদ্ধা

ভাষা দিবসে শহীদ মিনারে ডা. জাফরুল্লাহর শ্রদ্ধাআন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
এ সময় গণস্বাস্থ্য কেন্দ্র ও তার অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার ( ২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে থেকে পায়ে হেটে সাইন্স ল্যাবরটরী, নীলক্ষেত, পলাশীর মোড় হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১০ টায় শ্রদ্ধা নিবেদন করেন। এসময় ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রভাত ফেরীর বহরে হুইল চেয়ারে করে শহীদ মিনারে যান।
এ সময় গণস্বাস্থ্য কেন্দ্রের ও অংগ সংগঠনের কর্মকর্তাগনের মধ্যে উপস্থিত ছিলেন গণবিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ড. আবুল হোসেন, সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মুহিব উল্লাহ খোন্দকারসহ অন্যান্যরা।
আইকে