বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করা সম্ভব নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করা এই মুহূর্তে সম্ভব নয় বলে জানিয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে ২১ ফেব্রুয়ারির অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।
তিনি বলেন, জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতির জন্য প্রতি বছর ৮শ’ কোটি টাকা মতো ব্যয় হবে। সে কারণে এখন করার ইচ্ছে নাই। তবে, সরকারের ইচ্ছা আছে, ভবিষ্যতে যখন জাতিসংঘ নীতিমালা বদল করবে, তখন চিন্তা-ভাবনা করা হবে।
সরকারের আর্থিক সক্ষমতা বাড়লে জাতিসংঘের দাফতরিক ভাষারূপে বাংলাকে প্রতিষ্ঠিত করা হবে বলেও এ সময় জানান তিনি।
ফরেন সার্ভিস একাডেমির এ আয়োজনে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের নাগরিক ও কূটনীতিকরা।
এর আগে, এদিন সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দিতে হবে।
আইকে