ঢাকা মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫, ২৫শে আষাঢ় ১৪৩২


গুলশানের আগুন শর্ট সার্কিট থেকে: পুলিশ


২১ ফেব্রুয়ারি ২০২৩ ০২:১৮

গুলশানে বহুতল ভবনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

সোমবার ঘটনাস্থলে সাংবাদিকদের এ তথ্য জানান গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার আ. আহাদ।

তিনি বলেন, গুলশানে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত দুজন মারা গেছেন। দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। আরও কয়েকজন আহত হয়েছেন এবং তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

এদিকে, এই অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস। গঠন করা হয়েছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি।

আইকে