ঢাকা মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫, ২৫শে আষাঢ় ১৪৩২


ঢাকায় আসছে জার্মান সংসদীয় প্রতিনিধি দল


২১ ফেব্রুয়ারি ২০২৩ ০২:০৯

আগামী বুধবার পাঁচ দিনের সফরে ঢাকায় আসছেন ছয় সদস্যের জার্মান সংসদীয় প্রতিনিধি দল।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তি হলেও বিষয়টি প্রকাশ করে রোববার।

তাদের সফরের বিষয়টি নিশ্চিত করেছে ঢাকাস্থ জার্মান দূতাবাস।

সফরকালে তারা বাংলাদেশের সংসদ সদস্য ও নির্বাহী বিভাগের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন। এর বাইরেও সুশীল সমাজের প্রতিনিধি ও ব্যবসায়িক নেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন।

এসব বৈঠকে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি দুই দেশের ৫০ বছরের সম্পর্ককে আরও গভীর করা, রাজনীতি, জলবায়ু পরিবর্তনসহ নারীর ক্ষমতায়ন বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

আইকে