ঢাকা মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫, ২৫শে আষাঢ় ১৪৩২


কারিগরি শিক্ষা বিভাগে শিক্ষক সংকট নেই: শিক্ষামন্ত্রী


১৭ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৪৭

কারিগরি শিক্ষা বিভাগে শিক্ষক সংকট নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, কারিগরি শিক্ষা বিভাগে গত ৪ বছরে অনেক শিক্ষক নিয়োগ হয়েছে। তার আগের ১০ বছরে কোনো শিক্ষক নিয়োগ হয়নি।

মন্ত্রী আরও বলেন, অনেক সময় কোনো না কোনো শিক্ষক অবসরে যান। তখন চাহিদা দিয়ে আমরা সেই শূন্য পদগুলো ফূরণ করে থাকি।

এ নিয়োগটা যে সহজ প্রক্রিয়া তা নয়, পিএসসির মাধ্যমে নিয়োগ হতে হয় বলেও এ সময় মন্তব্য করেন মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আইকে