তত্ত্বাবধায়ক সরকার নয়, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে: ওবায়দুল কাদের

তত্ত্বাবধায়ক সরকার নয়, সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।
এ সময় কাদের বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন করার কথা ইউই রাষ্ট্রদূতদের জানিয়েছে আওয়ামী লীগ। এ সময় সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে বলে প্রত্যাশা করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বিএনপির মতো লুকিয়ে ইইউ প্রতিনিধিদের সাক্ষাৎ করতে আসেনি। আগেই দাওয়াতপত্র দিয়ে সময় নিয়ে সকলকে জানিয়ে সাক্ষাৎ করেছি বলে জানান তিনি।
আইকে