ঢাকা শুক্রবার, ২৬শে ডিসেম্বর ২০২৫, ১২ই পৌষ ১৪৩২


সেনাবাহিনীতে নারী সৈনিক যোগদানের ব্যবস্থা করে আ. লীগ সরকার: প্রধানমন্ত্রী


১৭ ফেব্রুয়ারি ২০২৩ ০১:১৬

সেনাবাহিনীতে নারী সৈনিক যোগদানের ব্যবস্থা করে আওয়ামী লীগ সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৭৫ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় তিনি বলেন, স্বশস্ত্রবাহিনী বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি বাড়াতে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় তুরস্কে ভূমিকম্পে বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

প্রধানমন্ত্রী বলেন, কারো সাথে শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব নীতিতে স্বশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকার কাজ করে যাচ্ছে। তবে বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হলে সেনাবাহিনী বসে থাকবে না। কঠোরভাবে প্রতিরোধ করবে।

এ সময় পেশাদারিত্ব বজায় রেখে সকল সেনা সদস্যদের দায়িত্ব পালনের আহ্বানও জানান তিনি।

এছাড়াও সরকারপ্রধান জানা, সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়েছে সরকার।

আইকে