ঢাকা মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫, ২৫শে আষাঢ় ১৪৩২


বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল ১৫০০ বেডে উন্নীত করা হবে : স্বাস্থ্যমন্ত্রী


১৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:০০

বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের বেড ৫০০ থেকে ১৫০০ এবং বিল্ডিংটি ৫ তলা থেকে ১০ তলায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

আজ বুধবার বিকালে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বগুড়া অঞ্চলের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে আসন সংখ্যার বিপরীতে ভর্তিকৃত রোগী ৩ গুণ বেশি। এর সাথে আরো ১৫০০ এটেন্ডেন্টস এসেছে হাসপাতালে। এতেই প্রমান হয় এই অঞ্চলের এই সরকারি হাসপাতালটি মানুষের আস্থার প্রতীক এবং মানুষকে ভাল সেবা দিচ্ছে।

জাহিদ মালেক বলেন, এজন্য এই হাসপাতালটি ৫০০ বেড থেকে ১৫০০ বেডে উন্নীত করা হবে এবং একই সাথে এই হাসপাতালকে ১০ তলায় উন্নীত করা হবে।

অনুষ্ঠানে করোনা মোকাবেলায় অবদান রাখায় বগুড়াতে ৪৫৩ জনকে সংবর্ধনা প্রদান করা হয়। এদিন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব সম্মাননা স্মারক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক ডা. মতিউর রহমান, টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালের পরিচালক ব্রিগে. জেনারেল (অবসরপ্রাপ্ত) ডা. জামিলুর রহমান, টিএমএসএস’র স্বাস্থ্য সেক্টরের নির্বাহী পরামর্শক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

আইকে