জনপ্রতিনিধিদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

জনগণের আস্থা অর্জনে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এ সময় রাষ্ট্রপতি বলেন, জনপ্রতিনিধিদের মূল কাজ জনগণের কল্যাণে কাজ করা। এর জন্য জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করার কথা বলেন রাষ্ট্রপতি।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ে এ আহ্বান জানান।
বঙ্গভবন প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময় সংসদ সদস্য মো. আফজাল হোসেন ও রেজওয়ান আহম্মদ তৌফিক এবং রাষ্ট্রপতির সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে ৩ দিনের সফরে বিকেলে কিশোরগঞ্জের মিঠামইন পৌঁছান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আইকে