ঢাকা মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫, ২৫শে আষাঢ় ১৪৩২


‘টিকিট যার, ভ্রমণ তার’ নিশ্চিতে কঠোর হচ্ছে রেলওয়ে


১৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৫:০৮

এবার থেকে ট্রেনের টিকিট কিনতে নিজের জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ প্রয়োজন হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের মাধ্যমে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়ম কার্যকর হবে আগামী ১ মার্চ থেকে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রেল মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী।

এ সময় তিনি বলেন, ট্রেনের যাত্রীসেবার মান বাড়ানো এবং টিকিট কালোবাজারি রোধে প্রাথমিকভাবে ১০০টি পিওএস মেশিন দিয়ে এই কার্যক্রম শুরু হবে।

মন্ত্রী বলেন, আগামী ১ মার্চ থেকে অনলাইনে টিকিট নিতে বাধ্যতামূলক নিবন্ধন থাকতে হবে। ১২-১৮ বছর বয়সী যাত্রীরা বাবা মায়ের এনআইডি দিয়ে টিকিট ক্রয় করতে পারবে। বিদেশি নাগরিকরা পাসপোর্ট নম্বর দিয়ে ও পাসপোর্টের ছবি আপলোড করার মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

ভ্রমণকালে নিজস্ব এনআইডি বা জন্মনিবন্ধন সনদের ফটোকপি অথবা পাসপোর্ট/ছবি সংবলিত আইডি কার্ড সঙ্গে রাখতে হবে বলেও জানান রেলমন্ত্রী।

আইকে