ঢাকা রবিবার, ৯ই নভেম্বর ২০২৫, ২৬শে কার্তিক ১৪৩২


৫ হাজার বীর নিবাসের চাবি হস্তান্তর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


১৬ ফেব্রুয়ারি ২০২৩ ০০:০৮

দেশের বিভিন্ন এলাকায় আরও পাঁচ হাজার অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার মধ্যে বীর নিবাসের চাবি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার দুপুর ১২টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রীর অনুরোধক্রমে তার পক্ষে প্রথমে নড়াইলে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা শেখ আবদুস সবুরের হাতে বীর নিবাসের চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেন।

এ সময় অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে না পেরে দুঃখ প্রকাশ করেন সরকারপ্রধান।

আইকে