ঢাকায় পৌঁছেছেন ভারতীয় পররাষ্ট্র সচিব

বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠিতব্য ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে ভারতীয় পক্ষের নেতৃত্ব দিতে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা ঢাকায় পৌঁছেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেন ভারতের পররাষ্ট্র সচিব।
এ সময় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটিতে (বিএএফ) ভারতের পররাষ্ট্র সচিবকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
জানা গেছে, বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ভারতীয় পররাষ্ট্র সচিব ঢাকা ও নয়াদিল্লির মধ্যেকার সব দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন।
এছাড়াও নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আসন্ন পৃথক সফরের এজেন্ডা নিয়েও তারা আলোচনা করবেন বলেও আশা করা হচ্ছে।
এদিকে সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা।
২০২২ সালের ১ মে ভারতীয় পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হচ্ছে কোয়াত্রার প্রথম বাংলাদেশ সফর।
আইকে