ঢাকা সোমবার, ৭ই জুলাই ২০২৫, ২৪শে আষাঢ় ১৪৩২


আল্লাহ নিজের হাতে গজব না দিলে দুর্ভিক্ষ হবে না: খাদ্যমন্ত্রী


২৬ জানুয়ারী ২০২৩ ০২:৩৬

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে চালের সর্বোচ্চ মজুত আছে। যদি আল্লাহ নিজে হাতে গজব না ফেলেন, দেশে দুর্ভিক্ষ হবে না। হওয়ার কোনো চান্স নেই।

বুধবার (২৫ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশন শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ধান সংগ্রহ এখনও চলছে। মাসে এক লাখ মেট্রিক টন করে ওএমএস দেয়া হচ্ছে। দেশে দুর্ভিক্ষ বা খাদ্যসংকট হওয়ার কোনো সম্ভাবনা নেই। সরকারি মজুতে প্রায় ১৯ লাখ ২৫ হাজার মেট্রিক টন চাল রয়েছে।

আইকে