ঢাকা রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


মধ্যরাতে ঢাকায় নামছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী


১০ জানুয়ারী ২০২৩ ১১:২০

রাষ্ট্রীয় সফরে আফ্রিকা যাওয়ার পথে ফ্লাইটের জ্বালানি সংগ্রহের জন্য ঢাকায় কয়েক ঘণ্টার যাত্রাবিরতি করছেন চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। এ সময় তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) মধ্যরাতের পর তাকে বহনকারী ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

সোমবার সন্ধ্যায় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা।

এ সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তার সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর একটি সংক্ষিপ্ত বৈঠকের কথা রয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানান, আফ্রিকার ৫ দেশ ইথিওপিয়া, গ্যাবন, অ্যাঙ্গোলা, বেনিন ও মিসর সফরে যাচ্ছেন কিন গ্যাং। ৯ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত তিনি দেশগুলো সফর করবেন।

আইকে