ঢাকা মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক ১৪৩২


৬০ টাকায় চি‌নি ও ১১০ টাকায় সয়াবিন তেল দেবে টিসিবি


১০ জানুয়ারী ২০২৩ ০৭:১৯

দেশব্যাপী মাসজুড়ে নিম্ন আয়ের মানুষের কাছে প্রতি কেজি ৬০ টাকা দরে চিনি এবং প্রতি লিটার ১১০ টাকা বোতলজাত সয়াবিন তেল বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

সোমবার (৯ জানুয়ারি) টিসিবির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার থেকে এই কার্যক্রম শুরু করবে টিসিবি।

সরকারি সংস্থাটি জানায়, নিম্ন আয়ের এক কোটি ফ্যামিলি কার্ডধারী উপকারভোগী পরিবারের মধ্যে ১০ জানুয়ারি থেকে টিসিবি বিক্রয় কার্যক্রম শুরু করবে।এই বিক্রয় কার্যক্রম ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা ও উপজেলায় নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে।

এছাড়া সংস্থাটি আরও জানায়, একজন ফ্যামিলি কার্ডধারী ৬০ টাকা কেজি দামে সর্বোচ্চ এক কেজি চিনি, ৭০ টাকা কেজি দামে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল ও ১১০ টাকা লিটার দামে দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

আইকে