ঢাকা মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১


মেট্রোরেলের নতুন সময় নির্ধারণ


১০ জানুয়ারী ২০২৩ ০৪:৩১

মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সময় অনুযায়ী মেট্রোরেল চলবে সকাল সাড়ে ৮টা থেকে। যা আগামী ২৫ জানুয়ারি (বুধবার) থেকে কার্যকর হবে।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ তথ্য নিশ্চিত করে বলেন, আগামী ২৫ জানুয়ারি থেকে রাজধানীর পল্লবী স্টেশনে থামবে মেট্রোরেল। ওইদিন থেকে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ট্রেন চলাচল করবে।

এছাড়া টিকিট কাটার সুবিধার্থে সকাল ৮টা থেকে যাত্রীদের জন্য গেট খুলে দেওয়া হবে। ট্রেনগুলো আগের মতোই দশ মিনিট পরপর দিয়াবাড়ি, আগারগাঁও ও পল্লবী স্টেশনে চলাচল করবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন। পরের দিন থেকে মেট্রোরেল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

আইকে