ঢাকা শনিবার, ১২ই জুলাই ২০২৫, ২৯শে আষাঢ় ১৪৩২


ঢাকায় আসছেন থাই ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারি


১৯ অক্টোবর ২০২২ ২২:১৩

চলতি মাসের শেষের দিকে ঢাকায় আসছেন থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারি সারুন চারুয়েনসুয়ান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও থাইল্যান্ডের দ্বি-পাক্ষিক সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের আমন্ত্রণে সারুন চারুয়েনসুয়ান ঢাকা সফরে আসবেন।

তার সফরের চূড়ান্ত তারিখ নিয়ে আলোচনা চলছে। সফরটি এ মাসের শেষের দিকে এবং দুই দিনের হতে পারে।

সূত্র আরও জানায়, থাই ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারির সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেবে উভয়পক্ষ। এ ক্ষেত্রে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) প্রসঙ্গ আলোচনায় থাকতে পারে। এছাড়া, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুও আলোচনায় উঠে আসার সম্ভাবনা রয়েছে।