ঢাকা শনিবার, ১২ই জুলাই ২০২৫, ২৯শে আষাঢ় ১৪৩২


‘অনিয়মের ভোট সুষ্ঠু বলে মেনে নেওয়ার সুযোগ নেই’


১৯ অক্টোবর ২০২২ ০৯:৫৬

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, আর্থিক সংকটের দোহাই দিয়ে অনিয়মের ভোট সুষ্ঠু বলে মেনে নেওয়ার সুযোগ নেই।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশনে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মো. আলমগীর বলেন, গাইবান্ধা-৫ আসনে ভোট সুষ্ঠু হয়েছে বলেছেন কিছু প্রিজাইডিং কর্মকর্তা। তারা গণমাধ্যমে চিঠির কথা বলেছেন। তবে প্রিজাইডিং কর্মকর্তাদের এমন চিঠি দেওয়ার সুযোগ নেই। এ বিষয়ে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, প্রিজাইডিং কর্মকর্তাদে বক্তব্য দেওয়ার নির্দিষ্ট ফরম আছে। ফরমের বাইরে বক্তব্য দেওয়ার সুযোগ নেই। যদি কেউ এর বাইরে কাউকে বক্তব্য দিয়ে থাকে তবে তদন্তে বেরিয়ে আসবে।

ইসি আলমগীর আরও বলেন, সিসি ক্যামেরায় আমরা নিজেরাই ভোটের পরিস্থিতি দেখলাম। এখন দেখার বিষয় হচ্ছে তারা স্বেচ্ছায় এমন করেছে নাকি চাপের মুখে করেছে। আস্থাহীনতার কারণেই সিসি ক্যামেরা বসানো হচ্ছে, বিষয়টি এমন নয়। কর্মকর্তাদের সবাই তো খারাপ নন। আমাদের ওপর যেমন তাদের আস্থা আছে, তেমনি আমাদেরও তাদের ওপর আস্থা আছে।

তিনি বলেন, জেলা পরিষদ নির্বাচনেও তো এই একই ডিসি, একই এসপি, একইভাবে ভোটগ্রহণে দায়িত্ব পালন করেছেন। সেখানে তো নির্বাচন সুষ্ঠু হয়েছে। তাই একটা খারাপ হলে যে, আরেকটা খারাপ হবে তা নয়।