বিএনপিকে মোকাবিলা করতে যুবলীগ একাই যথেষ্ট : তথ্যমন্ত্রী

আওয়ামী লীগ লাগবে না, যুবলীগ একাই বিএনপিকে মোকাবিলা করতে যথেষ্ট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, আমরা এখনও মোকাবিলার ঘোষণা দেইনি। আমরা যদি মোকাবিলার ঘোষণা দিয়ে নামি তাহলে তারা পালানোর পথ পাবে না। তাদের জন্য যুবলীগ একাই যথেষ্ট।
মঙ্গলবার (১৮ অক্টোবর) বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, যুবলীগ আওয়ামী লীগের ভ্যানগার্ড। বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তাই যুবলীগের নেতাকর্মীদের বলব সতর্ক দৃষ্টি রাখবেন, যখন নির্দেশ আসবে তখনই জনগণকে নিয়ে এই সন্ত্রাসীদের মোকাবিলা করতে হবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আজ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন। ১৯৭৫ সালে ১৫ আগস্ট, যখন শেখ রাসেলকে হত্যা করা হয় তখন তার বয়স ছিল মাত্র ১০ বছর। ১৯৭৫ সালে ঘাতকরা বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। এমনকি তারা অন্তঃসত্ত্বা নারী ও শিশুদেরও রেহাই দেয়নি। এরকম নির্মমতার উদাহরণ পৃথিবীর ইতিহাসে বিরল। শেখ রাসেল বেঁচে থাকলে হয়তো এখন দেশ ও জাতির নেতৃত্ব দিতেন, মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার পথ আরও সুগম হতো।
এ সময় যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সুবর্ণা মুস্তাফা এমপি, শেখ রাসেলের চাচাতো ভাই শেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলসহ অনেকেই উপস্থিত ছিলেন।