বিরল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন মাসুম আজিজ : নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, দেশবরেণ্য অভিনেতা মাসুম আজিজের চলে যাওয়াটা মেনে নেওয়া কঠিন। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তার অসাধারণ উপস্থাপনা এবং একুশে পদকপ্রাপ্তি গর্বের বিষয়।
মঙ্গলবার (১৮ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা, দেশবরেণ্য অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও একুশে পদকপ্রাপ্ত শিল্পী মাসুম আজিজের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, একজন বিরল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন অভিনেতা মাসুম আজিজ। তার জীবন ও কর্মজীবন অনুসরণীয়। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের পক্ষে মাসুম আজিজ কোন আপস করেননি। অনেক সংকটকালেও তিনি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে কথা বলেছেন।
মাসুম আজিজ দীর্ঘদিন ধরে ক্যানসার ও হৃদরোগে ভুগছিলেন। তিনি স্ত্রী এবং দুই সন্তান রেখে গেছেন। চলতি বছরের সেপ্টেম্বরের ২৪ তারিখ তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসায় কিছুটা উন্নতি হলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। পরে আবারও অসুস্থ হয়ে পড়লে ৮ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর সোমবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।