নারী চিকিৎসকের মরদেহ উদ্ধারের ঘটনায় প্রেমিক গ্রেফতার (ভিডিও)

রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে গলাকাটা অবস্থায় নারী চিকিৎসকের মরদেহ উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত মো.রেজাউল করিমকে চট্টগ্রাম মহানগরী থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে তাকে গ্রেপ্তার করে র্যাব-২ এর একটি দল।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে চট্টগ্রাম মহানগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে বুধবার রাতে রাজধানীর পান্থপথে একটি আবাসিক হোটেলে জান্নাতুল নাঈম সিদ্দীক (২৭) নামের সদ্য এমবিবিএস পাস করা চিকিৎসকের গলাকাটা মরদেহ থেকে উদ্ধার করে পুলিশ।
তিনি মগবাজার কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্ত্রী ও গাইনি বিষয়ে একটি কোর্সে অধ্যয়নরত ছিলেন।
বিস্তারিত আসছে...