ঢাকা রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হতে পারে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা


২৩ জুলাই ২০২০ ২০:৫৫

ছবি অনলাইন

টানা বৃষ্টিতে দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশের অনেকাংশে নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কক্সবাজার সদরে জলবায়ু উদ্বাস্তুদের জন্য নবনির্মিত বিশেষ আশ্রয়ণ প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। দেশে এবারে বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে আশঙ্কা করে তা মোকাবিলায় সরকারের পর্যাপ্ত প্রস্তুতি আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে অনুষ্ঠানে দেশের প্রত্যেকটি এলাকা থেকে গৃহহীন মানুষকে খুঁজে খুঁজে ঘর করে দেওয়া হচ্ছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করছি। জাতির পিতার স্বপ্ন ছিল বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত বাংলাদেশ। আমরা জাতির পিতার সেই স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছি। জতির পিতার জন্মশতবার্ষিকীতে আমাদের লক্ষ্য বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। প্রত্যেকটি মানুষকে যেভাবে পারি ঘর করে দিব।