ঢাকা বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


অভ্যন্তরীণ রুটে ২০টি ফ্লাইট বাতিল


১৫ মার্চ ২০২০ ০১:২৯

করোনা সংক্রমণের শঙ্কায় যাত্রী কমে যাওয়ায় আগামীকাল থেকে অভ্যন্তরীণ রুটেও ফ্লাইট কমাচ্ছে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২০ মার্চ পর্যন্ত ঢাকা-সৈয়দপুর, ঢাকা-রাজশাহী, ঢাকা-যশোর ও ঢাকা-কক্সবাজার রুটে ২০টি ফ্লাইট বাতিল করেছে বিমান সংস্থাটি।

এছাড়া নেপাল বাংলাদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসা বন্ধ করে দেয়ায় ঢাকা-কাঠমান্ডু রুটে ২৪ থেকে ৩১ মার্চ পর্যন্ত ৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

যাত্রী আরো কমে যাওয়ায় ঢাকা ব্যাংকক রুটেও ১৬ থেকে ৩০ মার্চ পর্যন্ত ৬টি ফ্লাইট বাতিল করেছে বিমান। বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন জানিয়েছেন, বাতিল করা ফ্লাইটগুলোতে যাত্রী সংখ্যা ছিল মাত্র ২০ থেকে ৩০ শতাংশ।

এর আগে বিমান শুক্রবার থেকে ভারতের বিভিন্ন গন্তব্যে সব ফ্লাইট বন্ধ করে দেয়। ভারত সরকারের সিদ্ধান্তের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও দেশীয় বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা ও নভোএয়ার ভারতে তাদের সব ফ্লাইট বন্ধ করেছে। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সেদেশে সব ফ্লাইট বন্ধ থাকবে।

নতুনসময়/আনু