ঢাকা বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১


মৈত্রী এক্সপ্রেসে শুধু ভারতীয়রা আসা-যাওয়া করতে পারবেন


১৪ মার্চ ২০২০ ১৭:১৯

মাত্র ৫১ জন ভারতীয় যাত্রী নিয়ে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন ছেড়ে গেছে ঢাকা-কলকাতা রুটে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস।

শনিবার (১৪ মার্চ) সকাল ৮টা ১৫ মিনিটে কলকাতার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।

সংশ্লিষ্টরা জানান, ভারতে যাওয়ার জন্য মৈত্রী এক্সপ্রেসের টিকিট কেটেছিলেন ১৩৮ জন। তার মধ্যে ৫৪ জন ভারতীয় নাগরিক ছিলেন। ইমিগ্রেশন শেষে যাত্রা করেছেন ৫১ জন। বাংলাদেশি নাগরিকদের ভারত প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় ট্রেনের টিকিট কাটলেও তারা যেতে পারেননি।

রেল সূত্র জানায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ১৫ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত শুধুমাত্র ভারতীয় ও আন্তর্জাতিক সংস্থার যাত্রীরা যাতায়াত করতে পারবেন। নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশিরা এক মাস ভারতে যেতে পারবেন না।

রেলের এক কর্মকর্তা জানান, বাংলাদেশি নাগরিক যারা যেতে পারেননি তাদের টিকিটের টাকা আমরা ফেরত দিয়ে দেবো।

বিআর