ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


৫ দফা দাবিতে রোহিঙ্গাদের মহাসমাবেশ অনুষ্ঠিত


২৬ আগস্ট ২০১৯ ০২:৩৩

৫ দফা দাবিতে রোহিঙ্গাদের মহাসমাবেশ অনুষ্ঠিত

৫ দফা দাবিতে মহাসমাবেশ করেছে রোহিঙ্গারা। নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার ঘোষণাও রোহিঙ্গারা।রোববার ২৫ আগস্ট সংকটের দুই বছর পূর্তিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

রোববার (২৫ আগস্ট) সকাল সাড়ে নয়টা থেকে উখিয়ার কুতুপালংয়ের ক্যাম্প এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন, আরাকান রোহিঙ্গা সোসাইটির চেয়ারম্যান মাস্টার মুহিব উল্লাহ, আব্দুর রহিম, মোহাম্মদ ইলিয়াছসহ অন্যান্য নেতারা।

বিভিন্ন ক্যাম্প থেকে আসা রোহিঙ্গাদের পদচারণায় কানা কানায় পরিপুর্ণ হয় সমাবেশ স্থল।

২০১৭ সালের এ দিনে ভয়াবহ হত্যাযজ্ঞের ঘটনা ঘটে মিয়ানমারের রাখাইন রাজ্য। এরপর থেকে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গারা। বর্তমানে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা প্রায় ১১ লাখ।

রোহিঙ্গা সমাবেশ মানব পাহাড়। এই মানব ঢেউ যে কোন সময় হোস্ট কমিউনিটির উপর আঁচড়ে পড়তে পারে এমন সম্ভাবনাও কোনভাবে উড়িয়ে দেয়া যাবে না। রোহিঙ্গা শিবিরে আরো নিরাপত্তা জোরদার করার দাবি জানান, পরিকল্পিত কক্সবাজার আন্দোলন।

সমাবেশে ‘ভয়েস অব রোহিঙ্গা’ সংগঠনের নেতা মাস্টার নুরুল কবির জানান, এ সমাবেশের মাধ্যমে তারা তাদের পাঁচ দফা দাবি বিশ্ববাসীকে জানাতে চায়। দাবি মেনে নিলে তারা মিয়ানমারের ফিরবে। অন্যথায় তারা যাবে না। তাদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে নাগরিকত্ব, বিচার, নিরাপত্তা, ভিটেমাটি ও সহায় সম্পদ ফিরিয়ে দেওয়া এবং চলাফেরার স্বাধীনতা।