ঢাকা বৃহঃস্পতিবার, ৭ই নভেম্বর ২০২৪, ২৪শে কার্তিক ১৪৩১


যে কথা কাউকে বলা যাবে না !


১২ সেপ্টেম্বর ২০১৮ ২০:৫০

প্রতীকী ছবি

মনের ভাব প্রকাশের জন্য আমরা কত কথা বলি। আপন মানুষগুলোর কাছে সবচেয়ে বেশি মনের কথা বলা যায়। আবার এমন কিছু কথা আছে যা সারা জীবন কাউকে বলা যায় না। আমাদের জানা দরকার কোন কথাগুলো কাউকে বলা যায় না ।

বাবা মাকে কখনো কী বলা যায় ৩-৪ টা প্রেম করেছি । এখন আর একটা শুরু করেছি...... ।

পড়তে ইচ্ছা করে না, আমি বড় হয়ে চোর হবো এ কথা টি বলা যায় ?

বউকে বলা যায় না তোমাকে বিয়ে করেছি টাকা পাওয়ার জন্য। কেন যে এত বড় ভুল করলাম তোমাকে বিয়াকে বিয়ে না করে।

প্রেমিকা কে বলা যায় তুমি দেখতে সুন্দর না । তোমার চেয়ে রিপা বেশি সুন্দর।

তোমার মাকে আমার ভাল লাগে না। তোমার থেকে তাকে আলাদা করে ছাড়ব এটি কোন স্ত্রী স্বামী বললে কেমন হয়।
একবার বিয়ে হয়ে যাক তারপর ভালবাসার গুল্লি মারব । যৌতুক না দিলে খবর আছে ...!!

স্ত্রীকে বলা যাবে না তুমি অনেক মোটা।