ঢাকা শনিবার, ১১ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


অন্যরকম ব্লাউজের শাড়িটা আনন্দের


১ সেপ্টেম্বর ২০১৮ ১৬:০৬

ব্লাউজ প্রতিটা নারীই শাড়ির সাথে পড়ে থাকে। তবে সেই ব্লাউজ যদি হয় একটু ভিন্ন তাহলে শাড়িটা তো আনন্দদের হবেই।

ব্লাউজ হচ্ছে কাস্ক বা পিপে স্টাইলের ঢিলেঢালা পোশাক। এই ঢোলা ব্লাউজ নারীর কোমরের কাছে সেলাই করে, কুঁচি, বেল্ট বা কোমরে আটকে চেপে রাখা হতো একসময়।

আজ নারীরা পেটিকোট আর ব্লাউজ ছাড়া শাড়ি পরার কথা চিন্তা করতে না পারলেও অনেকই এখন মর্ডান ড্রেস নিয়ে ব্যাস্ত।

তবে এক সময়ে ভারতীয় উপমহাদেশের নারীরা ব্লাউজ ছাড়াই শাড়ি পরত। আর তখনকার নারীরা আজীবন শাড়ির নিচে সেমিজ পরতেন। আর অনেক সাধারণ মেয়েরা ব্লাউজ ছাড়াই শাড়ি ব্যবহার করতো। আর তখনকার নারীরা শুরু থেকেই শাড়ির নিচে পরা হলেও ব্লাউজে নানা ধরণের ডিজাইন করা হতো।

আর সবশেষে নানা বিবর্তনের পর ব্লাউজ এখন আরও বেশি ফ্যাশনেবল আর ডিজাইনেও দেখা যাচ্ছে। শুধু ডিজাইনেই নয়, ব্লাউজের ফেব্রিকেও দেখা যাচ্ছে বৈচিত্র্যের ছোঁয়া ও রঙ। আর সে জন্যই অন্যরকম ব্লাউজের সব নারীর শাড়িটা আনন্দের।

আরআইএস