ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াল্টজকে সরিয়ে দিলেন ট্রাম্প


২ মে ২০২৫ ০৯:৪৪

ফাইল ফটো

‘সিগনালগেট’ বিতর্কের রেশ না কাটতেই মাইক ওয়াল্টজকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

বৃহস্পতিবার (১ মে) এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। খবর রয়টার্সের। 

 

তবে ওয়াল্টজকে পদচ্যুতি নয়, বরং জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে তাকে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট নিজেই। আর ওয়াল্টজের শূন্যপদ সাময়িকভাবে দায়িত্ব পালন করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে ট্রাম্প বলেছেন, জাতিসংঘে পরবর্তী মার্কিন দূত হিসেবে ওয়ালৎসকে মনোনীত করবেন তিনি। তিনি বলেন, ‘আমাদের জাতীর স্বার্থকে সর্বাগ্রে রাখতে কঠোর পরিশ্রম করেছেন তিনি (ওয়ালৎস)।’

 

‘সিগনালগেট’ বিতর্কের পর থেকেই ওয়াল্টজের পদ নিয়ে প্রশ্ন উঠছিল। তিনি মার্চ মাসে একটি সিগনাল গ্রুপ চ্যাট তৈরি করেন, যেখানে ইয়েমেনে হুতিদের ওপর হামলার পরিকল্পনা চলছিল। ভুলবশত সেই গোপন চ্যাটে যুক্ত হয়ে যান সাংবাদিক জেফরি গোল্ডবার্গ। পরে সেই গ্রুপ চ্যাটের কথাবার্তা ফাঁস হলে শুরু হয় তোলপাড়।

 

যদিও ট্রাম্প প্রশাসন জানায়, সেখানে গোপন কোনো নথি ছিল না। তবে ওয়াল্টজের ভূমিকাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল প্রবল বিতর্ক। সংবাদমাধ্যমগুলো একে ‘সিগনালগেট’ নাম দেয়, যা জাতীয় নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে। 

 

সেই সময় থেকেই তার দায়িত্ব নিয়ে সমালোচনা শুরু হয়। 

 

বিশ্লেষকদের মতে, ওয়াল্টজের সম্মান রক্ষায় পদচ্যুতি না দেখিয়ে তাকে কূটনৈতিক দায়িত্বে পাঠানো হয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে ট্রাম্প প্রশাসন একদিকে নতুন আস্থা প্রকাশ করছে, অন্যদিকে পূর্বের সমালোচনাও সামাল দিতে চাচ্ছে।