ঢাকা শুক্রবার, ৩রা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


জাপানে বিনামূল্যে বাংলাদেশিদের জন্য ইন্টার্নশিপের সুযোগ


২৪ মার্চ ২০২৪ ১১:২৭

সংগৃহীত

বিনামূল্যে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ওআইএসটি)। দুই থেকে ছয় মাস মেয়াদি এই ইন্টার্নশিপের জন্য স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

সুযোগ-সুবিধাসমূহ- রিসার্চ ইন্টার্নশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রতি কর্মদিবসে ২ হাজার ৪০০ জাপানি ইয়েন পাবেন। ১ ইয়েন সমান ০.৭৭ বাংলাদেশি মুদ্রা ধরলে ১ হাজার ৮৪০ টাকা হয় (৩ জানুয়ারি বিকেলের হিসাবে)।

ওআইএসটি বছরে দুবার ইন্টার্নশিপ দেয়। গবেষণার বিষয়বস্তু, শিক্ষাগত যোগ্যতা ও মেধার ভিত্তিতে এ ইন্টার্নশিপ দেওয়া হয়। ২০২৪ সালের ১ অক্টোবর শুরু হবে ইন্টার্নশিপ। ইন্টার্নশিপ চলবে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহীরা আনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা এই লিংক থেকে ইন্টার্নশিপের বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৫ এপ্রিল ২০২৪ পর্যন্ত।

নতুন সময়/এএম


ইন্টার্নশিপ, জাপান, ওকিনাওয়া ইনস্টিটিউট, শিক্ষার্থী, বাংলাদেশি, বিনামূল্যে