ঢাকা সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


ইসরায়েলি জাহাজ প্রবেশ নিষিদ্ধ করল মালয়েশিয়া


২০ ডিসেম্বর ২০২৩ ১৪:১৬

প্রতিকি

ইসরায়েল-ভিত্তিক জিআইএম ইন্টিগ্রেটেড শিপিং কোম্পানির জাহাজগুলোকে দেশের যেকোনো বন্দরে নোঙর করার ওপর নিষেধাজ্ঞা নিয়েছে মালয়েশিয়া।

আজ বুধবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর ব্লুমবার্গের।

বিবৃতিতে জানানো হয়েছে, দেশটি ইসরায়েলি পতাকাবাহী জাহাজগুলোকেও নিষিদ্ধ করছে এবং ইসরায়েলের উদ্দেশে যাত্রা করা জাহাজগুলোকে মালয়েশিয়ান বন্দরে পণ্য লোড করা থেকেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা গুলো অবিলম্বে কার্যকর হবে।

বিবৃতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘এই নিষেধাজ্ঞাগুলো ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমাগত গণহত্যা ও নৃশংসতার মাধ্যমে আন্তর্জাতিক আইন ভঙ্গ করার প্রতিক্রিয়া।’

প্রসঙ্গত, ইসরায়েল এবং হামাসের মধ্যে চলমান যুদ্ধের মধ্যে ফিলিস্তিনিদের সবচেয়ে সোচ্চার সমর্থকদের মধ্যে একটি দেশ হলো মালয়েশিয়া। গত মাসে যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও হামাসের সঙ্গে সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন আনোয়ার। কিছু রাজনৈতিক বিশ্লেষক বলেছেন যে মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশটিতে তার ইসলামপন্থী পরিচয় ধারণ করার একটি প্রচেষ্টা।

উল্লেখ্য, ইসরায়েলের অর্থনীতি সামুদ্রিক বাণিজ্যের উপর নির্ভর করে। তবে দেশটি নিজস্ব কোম্পানি ছাড়াও পানামা, লাইবেরিয়া এবং মার্শাল দ্বীপপুঞ্জের মতো দেশগুলো বড় বড় শিপিং কোম্পানির মাধ্যমে আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য করে যাচ্ছে।