ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


ব্রাজিলে কিন্ডারগার্টেন স্কুলে হামলায় ৪ শিশু নিহত, আহত ৫


৬ এপ্রিল ২০২৩ ১৯:৪৮

ব্রাজিলের একটি কিন্ডারগার্টেন স্কুলে হামলায় চার শিশু নিহত হয়েছে। বুধবারের (৫ এপ্রিল) ওই ঘটনায় আহত হয়েছে আরও পাঁচ শিশু শিক্ষার্থী। খবর রয়টার্সের।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দেয়াল টপকে স্কুলের ভেতর প্রবেশ করে ২৫ বছর বয়সী হামলাকারী। একটি কুড়াল নিয়ে শিশুদের ওপর হামলা চালায় সে। পরে নিজেই আত্মসমর্পণ করে পুলিশের কাছে।

পুশিল জানায়, হতাহত শিশুদের বয়স ২ থেকে ৭ বছর। আহত ৫ শিশু হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে স্কুলে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। প্রসঙ্গত, এক সপ্তাহ আগেই সাও পাওলোর এক স্কুলে ১৩ বছরের কিশোরের ছুরিকাঘাতে মৃত্যু হয় এক শিক্ষকের। আহত হয় আরও ৫ জন।

আইকে