ঢাকা রবিবার, ৫ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


ইকুয়েডরে ভূমিধসে প্রাণহানি বেড়ে ১৬


২৮ মার্চ ২০২৩ ১৯:০৮

ইকুয়েডরের আন্দিয়ান অঞ্চলে ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১৬ জনে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৫০ বাসিন্দা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সোমবার পর্যন্ত ২৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

টানা ভারী বৃষ্টিপাতের কারণে রোববার অঞ্চলটিতে ভূমিধসের ঘটনা ঘটে। তাতে ভেঙে পড়েছে ১৬৩ ঘরবাড়ি-স্থাপনা। কাদামাটির নীচে এখনো চাপা পড়ে আছেন অনেকে। সময়ের সাথে কমছে নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা।

গেল দু’সপ্তাহের বৈরী আবহাওয়ায় ভেঙে পড়েছে দেশটির বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা।

এদিকে ১৪ প্রদেশে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট।

আইকে