ঢাকা বৃহঃস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫, ২৮শে ভাদ্র ১৪৩২


ফের সশস্ত্র গোষ্ঠীর সাথে মিয়ানমার জান্তার সংঘর্ষ, সেনা সদস্যসহ নিহত অন্তত ১৮


১২ মার্চ ২০২৩ ০১:২১

মিয়ানমারের সামরিক বাহিনীর সাথে বিদ্রোহীদের আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গত তিনদিনে ১৬ জান্তা সেনা সদস্যসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন। খবর দ্য ইরাবতীর।

মিয়ানমারের গণমাধ্যম জানায়, সামরিক বাহিনীর সাথে পিপলস ডিফেন্স ফোর্সেসের মধ্যে এই সংঘর্ষ হয়। গত সপ্তাহের শুরু থেকেই বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে অভিযান জোরদার করে জান্তা সেনারা। কয়েকটি রাজ্যের অন্তত ১০টি গ্রামে চলে সামরিক বাহিনীর তাণ্ডব। পুড়িয়ে দেয়া হয় শতাধিক ঘরবাড়ি। কোচিন, কারেন ও সাগাইং রাজ্যেও চলে এই বর্বরতা।

আইকে