ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


জার্মানিতে গির্জায় বন্দুকধারীর এলোপাতাড়ি গোলাগুলিতে নিহত ৭


১০ মার্চ ২০২৩ ২১:১৯

জার্মানির হামবুর্গ শহরের একটি গির্জায় বন্দুকধারীর এলোপাতাড়ি গোলাগুলিতে প্রাণ হারিয়েছেন ৭ জন। এ সময় আহত হয়েছেন অনেকে, তাদের কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।

নিরাপত্তা বাহিনীর দাবি, পাল্টা অভিযানে ঘটনাস্থলেই হামলাকারীর মৃত্যু হয়। খবর রয়টার্সের।

বিবৃতি অনুসারে, বৃহস্পতিবার (৯ মার্চ) রাত সোয়া ৯টা নাগাদ হামলা হয়। জেহোভাস উইটনেস হল চার্চের ভেতরে গোলাগুলির শব্দ শুনে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পাল্টা অভিযান চালালে গির্জার ভেতরে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, সে-ই হামলাকারী।

এদিকে হামলার মোটিভ জানতে বিস্তারিত তদন্ত করছে গোয়েন্দারা।

আইকে