ঢাকা শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


ভূমিকম্পের সপ্তম দিনে আরও দুজনকে জীবিত উদ্ধার


১৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:১৫

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পের সপ্তম দিনে অর্থ্যাৎ ভূমিকম্পের ১৬৩ ঘণ্টা পর তুরস্কের দক্ষিণ-পূর্বের হাতায় প্রদেশে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রোববার সন্ধ্যার পর দুইজনকে জীবিত উদ্ধার করে উদ্ধারকারীদল।

বিশেষজ্ঞদের মতে সময় যত গড়াচ্ছে ততই ক্ষীণ হয়ে আসছে জীবিত উদ্ধারের সম্ভাবনা। তবে সেটা মাথায় রেখেই উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে বিধ্বস্ত ধ্বংসস্তূপ থেকে।

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ৩৬ হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প এবং পরে আরও অনেকগুলো আফটারশক হয়।

আইকে