ঢাকা শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


আইএমএফের ‘অকল্পনীয় শর্তের’ কাছে মাথা নত করলো পাকিস্তান


৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:২৭

দেশকে দেউলিয়া হওয়া ঠেকাতে শেষ পর্যন্ত আইএমএফের কাছে মাথানত করার সিদ্ধান্ত নিলো পাকিস্তানের সরকার।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, ঋণের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ} যেসব শর্ত দিয়েছে তা অকল্পনীয়। তবে এরপরও পাকিস্তানকে সেসব শর্ত মেনে নিতে হবে।

শুক্রবার তিনি এসব কথা বলেছেন।

আইএমএফের একটি প্রতিনিধি দল কয়েক মাস ধরে আটকে থাকা গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা পুনরুজ্জীবিত করতে শেষ ধাপের আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তানে পৌঁছেছে। অক্টোবরে নির্বাচনের আগে আইএমএফের কর বৃদ্ধি এবং ভর্তুকি হ্রাসের শর্ত জনমনে বিরুপ প্রভাব ফেলবে বলে এর বিপক্ষে অবস্থান নিয়েছে পাক সরকার।

এ বিষয়ে টেলিভিশনে দেওয়া ভাষণে শেহবাজ বলেছেন, ‘আমি বিশদে যাব না তবে শুধু বলব যে আমাদের অর্থনৈতিক চ্যালেঞ্জ অকল্পনীয়। আইএমএফের সাথে আমাদের যেসব শর্তে একমত হতে হবে তা কল্পনার বাইরে। তবে আমাদের শর্তগুলো মেনে নিতে হবে।’

উল্লেখ্য, রাজনৈতিক বিশৃঙ্খলা এবং অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির মধ্যে পাকিস্তানের অর্থনীতি মারাত্মক সঙ্কটের মধ্যে রয়েছে। দেশটি এখন লেনদেনের ভারসাম্য সঙ্কটে ভুগছে।

জানা যায়, দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার তিন দশমিক এক বিলিয়ন ডলারে নেমে এসেছে। যা দিয়ে কেবল তিন সপ্তাহেরও কম সময়ের আমদানি ব্যয় মেটানো যাবে।

আইকে