ঢাকা সোমবার, ৭ই জুলাই ২০২৫, ২৪শে আষাঢ় ১৪৩২


মিশরে হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ৩, আহত ৩২


৩ ফেব্রুয়ারি ২০২৩ ০২:০৪

মিসরের রাজধানী কায়রোর একটি হাসপাতালে হওয়া অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন কমপক্ষে ৩ জন। বুধবারের ওই দুর্ঘটনায় আরও ৩২ জন গুরুতর দগ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। খবর ওয়াশিংটন পোস্টের।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় দুপুরে নূর মোহাম্মদি হাসপাতালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি দাতব্য সংস্থার মাধ্যমে পরিচালিত হয় হাসপাতালটি। রেডিওলোজি ডিপার্টমেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। যা পরবর্তীতে ছড়িয়ে পড়ে। অবশ্য আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

উল্লেখ্য, ২০২০ সালে কায়রোর একটি বেসরকারি হাসপাতালে হওয়া অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছিলেন ৭ করোনা রোগী।

আইকে