ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২


করোনা চিকিৎসায় ডেক্সামেথাসন অনুমোদন করল ভারত


২৮ জুন ২০২০ ০২:৩৩

করোনাভাইরাসের চিকিৎসায় সস্তা ও সহজলভ্য ওষুধ ডেক্সামেথাসন ব্যবহারের অনুমোদন দিয়েছে ভারত। করোনায় গুরুতর অসুস্থ রোগীদের ক্ষেত্রে এই ওষুধের প্রয়োগ করা হবে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে সংবাদসংস্থা পিটিআই।

আজ শনিবার, ‘ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট প্রটোকল-কোভিড নাইনটিন’ শীর্ষক একটি প্রজ্ঞাপন জারি করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তাতে নির্দেশ দেয়া হয়, মুমূর্ষু করোনা রোগীর চিকিৎসায় প্রয়োগ করা যাবে ব্যাথানাশক এই ওষুধটি।

আগে আর্থ্রাইটিসের মতো রোগের চিকিৎসায় ডেক্সামেথাসন ব্যবহার করা হতো। বর্তমানে যেসব করোনা রোগীদের অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে, তাদের ওই ওষুধ দেওয়া যাবে বলে জানা যায়।

গত ৬০ বছর ধরে ডেক্সামিথাসোন নামে ওষুধটি সাধারণত ব্যথা কমাতে চিকিৎসকরা ব্যবহার করার পরামর্শ দিতেন। কিছুদিন আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক গুরুতর উপসর্গযুক্ত প্রায় ২ হাজার করোনা রোগীর ওপরে ওই ওষুধ প্রয়োগ করেন। তাতে দেখা যায়, মৃত্যুর হার ৩৫ শতাংশ কমেছে। তাতেই এই ওষুধের প্রয়োগ নিয়ে আশার আলো দেখেন বিজ্ঞানীরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কেবলমাত্র গুরুতর অসুস্থ করোনা আক্রান্তদের ওপরেই ডেক্সামেথাসোন ব্যবহার করা যেতে পারে। তবে সেই রোগীদের পর্যবেক্ষণে রাখতে হবে। এরই মধ্যে কোভিডের চিকিৎসায় রেমডেসিভির ওষুধটিও ব্যবহার করা হচ্ছে ভারতে।

ভারতে ৮০ লাখের মতো নমুনা পরীক্ষায় পাঁচ লাখের বেশি করোনা পজিটিভ রোগী পাওয়া গেছে। আর করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছে প্রায় ১৬ হাজার মানুষ। আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে।