ভারতে চলছে ট্রেন, ফের বাড়তে পারে লকডাউন

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেড় মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর প্রতিবেশী দেশ ভারতে সীমিত পরিসরে চালু হলো যাত্রীবাহী ট্রেন।
মঙ্গলবার (১২ মে) সকাল থেকে প্রাথমিকভাবে দিল্লি থেকে হাওড়াসহ দেশের ১৫টি শহরের মধ্যে ১৫ জোড়া ট্রেন চলাচল শুরু হয়।
তবে দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এ পরিস্থিতিতে মঙ্গলবার রাত ৮টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ভাষণেই চতুর্থ দফায় লকডাউন বাড়ানোর ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তৃতীয় দফায় বাড়ানো ১৭ মে পর্যন্ত দেশটিতে লকডাউন চলছে।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, যাত্রীরা শারীরিক দূরত্ব বজায় রেখে সোমবার থেকে ট্রেনের টিকিট সংগ্রহ করেন। আইআরসিটিসির ওয়েবসাইটে ও রেলস্টেশনে বা অন্য কোনো রিজার্ভেশন কাউন্টার থেকে ওই টিকিট সংগ্রহ করতে হচ্ছে।
বিশেষ এই সার্ভিসে এসব ট্রেন নয়াদিল্লি স্টেশন হয়ে দিব্রুগড়, আগরতলা, হাওড়া, পাটনা, বিলাসপুর, রানচি, ভুবনেশ্বর, সেকুন্দ্রেরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, ত্রিবান্দ্রম, মাদ্গাও, মুম্বাই সেন্ট্রাল, আহমেদাবাদ এবং জম্মু তাওই রেলপথে চলাচল করবে।
এদিকে ভারতের রেল মন্ত্রণালয় জানিয়েছে, কোভিড-১৯ কেয়ার সেন্টারের জন্য ২০ হাজার কম্পার্টমেন্ট ও বিভিন্ন শহরে লকডাউনে আটকে পড়া শ্রমিকদের জন্য প্রতিদিন আরও ৩০০টি ট্রেন শিগগিরই চালু করা হবে।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গেল ২৪ মার্চ থেকে ভারতজুড়ে ধীরে ধীরে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে নতুন করে লকডাউন ঘোষণার ব্যাপারে গতকালই ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, ‘এখন যেটা প্রয়োজন তা হল গ্রামে যেন করোনা ছড়িয়ে না পড়ে সেটা দেখা। আর সংক্রমণের হার কমিয়ে আনা। লকডাইনের প্রথম পর্যায়ে যে কড়াকড়ির প্রয়োজন ছিল তা দ্বিতীয় দফায় হয়নি। তেমনি তৃতীয় দফায় যা ব্যবস্থা নেয়া হয়েছিল তা চতুর্থ দফায় হবে না।’
নরেন্দ্র মোদীর এই কথার মধ্যেই নতুন করে লকডাউন বাড়ানোর ইঙ্গিত খুঁজছেন ভারতের জনগণ।