প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে টেলিকনফারেন্সে সুপ্রিম কোর্টে বিচার শুনানি

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো টেলিকনফারেন্সে দেশটির সুপ্রিম কোর্টে বিচার কাজ শুনানি হয়েছে।
সোমবার (৪ মে) টেলিকনফারেন্সের মাধ্যমে শুনানি ও তর্ক বিতর্ক শুরু করেন দেশটির সর্বোচ্চ আদালত। এ সময় আইনজীবীরা তাদের নিজেদের বাড়ি থেকে যুক্তিতর্ক উপস্থাপন করেন। আর বাসায় বসেই তা শোনেন ও রায় দেন বিচারকরা। আদালতের এ কার্যক্রম রেডিও ও টেলিভিশনের মাধ্যমে সম্প্রাচার করা হয়।
নিউইয়র্ক টাইমসের খবরে আরও বলা হয়, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে বিচারকার্য পিছিয়ে পড়ায় তা এগিয়ে নিতে সরকার এ পদক্ষেপ নেয়। এই পদক্ষেপকে যুগান্তকারী বলে মনে করছেন অনেকেই।
স্থানীয় সময় সকাল ১০টায় প্রথম মামলার শুনানি শুরু হয়। এসময় ফক্স ও সি-স্প্যান নেটওয়ার্কসহ কয়েকটি মিডিয়া বাদী-বিবাদীর শুনানি ও আইনজীবীদের যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করে।এ ছাড়া বিচার প্রক্রিয়ায় ৯ বিচারকের বক্তব্য প্রচার করা হয়।
দেশটির আদালত থেকে জানানো হয়েছে আগামী দুই সপ্তাহ আরও ৯টি মামলার শুনানি এভাবেই চলবে। বিচারক বাড়িতে টেলিফোনে থাকবেন, সেখানে কোনও ক্যামেরা থাকবে না, তাদের নির্দিষ্ট কাপড় না পরলেও চলবে।