ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


ট্রাম্প কি গদি ধরে রাখতে পারবেন?


১৮ জানুয়ারী ২০২০ ০১:৫২

যুক্তরাষ্ট্রের দোর্দণ্ড প্রতাপশালী প্রেসিডেন্ট ড্রোনাল্ড ট্রাম্পের গদি টিকবে কিনা সেটি নির্ধারণের কার্যক্রম শুরু হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই বিচারে অংশ নিতে বৃহস্পতিবার শপথ নিয়েছেন ১০০ সিনেটর। এরা সবাই বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন।

ট্রাম্পের নিরপেক্ষ বিচারের লক্ষ্যে ১০০ সিনেটরকে এদিন জুরি হিসেবে শপথ পড়ান দেশটির সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। এই ১০০ সিনেটর সিদ্ধান্ত নেবেন ট্রাম্পকে অভিশংসন করা হবে কিনা। ট্রাম্পের ভাগ্য নির্ধারণ করবেন তারাই। খবর বিবিসির।

শপথের পর রিপাবলিকান সিনেট নেতা মিচ ম্যাককনেল বিচার–পূর্ব প্রক্রিয়া মুলতবি করেন এবং আগামী মঙ্গলবার বিচার শুরুর ঘোষণা দেন।

ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং কংগ্রেসের কাজে বাধা দেয়ার দুটি অভিযোগ আনা হয়েছে। তবে ট্রাম্প সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

এর আগে গত বুধবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে আনুষ্ঠানিকভাবে ভোটাভুটির পর অভিশংসনসংক্রান্ত প্রস্তাব ও নথিপত্র সিনেটে পাঠানো হয়। ট্রাম্পের বিরুদ্ধে দুটি অভিযোগের পক্ষে ভোট পড়ে ২২৮টি আর বিপক্ষে পড়ে ১৯৩টি।

২১ জানুয়ারি এ বিচার শুরু করার ঘোষণা দেয়া হয়েছিল। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব পাস হয়। এর পরই তা চূড়ান্ত সিদ্ধান্তের জন্য উচ্চকক্ষ সিনেটে ওঠে।

ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কার্যক্রমে বাধা দেয়ার অভিযোগে গত ডিসেম্বরে অভিশংসিত হন ট্রাম্প। এখন আগামী কয়েক সপ্তাহে রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটের সদস্যরা সিদ্ধান্ত নেবেন, ট্রাম্পকে ওই দুই অভিযোগে ক্ষমতাচ্যুত করা হবে কিনা।

নতুনসময়/আইকে