ঢাকা বৃহঃস্পতিবার, ৩রা জুলাই ২০২৫, ২০শে আষাঢ় ১৪৩২

বায়ুদূষণে দিল্লিকে ছাড়িয়ে বিশ্বে প্রথম ঢাকা!


২০ নভেম্বর ২০১৯ ০৪:৪৫

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার ভিজ্যুয়াল নামক একটি প্রতিষ্ঠানের বায়ুর গুণমান এবং দূষণের শহর র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ঢাকার নাম প্রথমে রয়েছে।

পরিবেশ অধিদপ্তরের মানমাত্রায় স্বাভাবিক বায়ূ সূচক ৫০। কিন্তু এয়ার ভিজ্যুয়ালের তথ্যমতে ঢাকার বায়ূমান সূচক এখন ২০৩।